Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Oct 18, 2025 ইং
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হারে ধস, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের পতন ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। চলতি বছর দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, যা গত বছর ২০২৪ সালে ছিল ৭৭.৫৬ শতাংশ। সেই হিসেবে পাসের হার কমেছে ২০.০৭ শতাংশ। এই পতন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। পাশাপাশি বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা, যা বোর্ডের সার্বিক ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২.৬৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬১.৯২ শতাংশ, যা বোঝায় ছাত্রীদের ফলাফল তুলনামূলকভাবে ভালো হলেও সার্বিকভাবে উভয় ক্ষেত্রেই হ্রাস পেয়েছে।
এ বছর পরীক্ষাকেন্দ্রে অনিয়মের কারণে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন বলে নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।